২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬
সিলেট জেলা ছাত্রলীগের বাতিল কমিটির সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু জামিনে জেল থেকে মুক্তি পাওয়ার প্রাক্কালে রেড এলার্ট দেওয়া কারাফটকে তার সমর্থকদের উশৃঙ্খল আচরণে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনার পর সাংবাদিকদের সাথে সাড়ে ৬টার সময় ব্রিফিংকালে তিনি অভিযোগ করে বলেছেন- কারাফটকে রেড এলার্ট জারি থাকার পরও নিপু গ্রুপের সমর্থকরা জেলগেট আক্রমণ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম।
তিনি বলেন- জামিন প্রসেসিং চলাকালে নিপু গ্রুপের সমর্থকরা কেনো নিপুকে জেল থেকে বের করতে দেরি হচ্ছে, এ অজুহাত তুলে কারারক্ষীদের সংঙ্গে সংঘাতে লিপ্ত হয়ে মেইন জেল গেইট আক্রমণ করার চেষ্টা করে। তারা নিপুকে জোর করে নিয়ে যাবে। একটা পর্যায়ে তারা বাইরে গিয়ে আবার আক্রমণ করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আবু তোরাব মসজিদের ব্যারাকে ককটেল মারছে। ককটেলে আমাদের ১৫/২০ জনের মতো সিপাহী আহত হয়েছে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।
তিনি আরো বলেন- মুফতি হান্নানসহ বহু জেএমবি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছে। এ মুুহুর্তে রেড এলার্টও চলছে। কারাগার সর্বোচ্চ নিরাপদ এলাকা। কাউকে জামিনে নিতে আসাটাও উচিত না। গেটের ভিতরেও আসা উচিত না। তারা রাস্তায় থাকবে। অতচ তারা মেইন গেট পর্যন্ত চলে এসেছে। এসে কারারক্ষীদের আহত করেছে। অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। যা খুবই দুঃখজনক এবং চরম বেআইনি কাজ। কোন সন্ত্রাসী গোষ্টি যদি কারাফটক আক্রমণ করে তাহলে গুলি করার নির্দেশ আছে। কারণ সরকারের সম্পত্তি রক্ষা করা কারারক্ষীদের কাজ।
এতো বড় ঘটনার পর আইনগত কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন- আমরা পুলিশের সাথে কথা বলেছি। তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের ক্যামেরা ভাংচুরে সাথে কারারক্ষীদের কেউ যদি জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D