সাংবাদিক আব্দুর রাহমান এর শয্যাপাশে জমিয়ত নেতৃবৃন্দ

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

সাংবাদিক আব্দুর রাহমান এর শয্যাপাশে জমিয়ত নেতৃবৃন্দ

22-7-16বিশিষ্ট সাংবাদিক-শিক্ষাবিদ, দৈনিক কালের কন্ঠের সিলেট অফিসের স্টাফ রিপোর্টার এবং কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান কলেজের প্রভাষক সিলেট প্রেস ক্লাবের সদস্য আব্দুর রাহমান দীর্ঘ ৮মাস যাবৎ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলাম ও যুব জমিয়তের নেতৃবৃন্দ তাকে দেখতে সিলেট ওসমানী হাসপাতালে যান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, যুব জমিয়তের কেন্দ্রয়ি প্রচার সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সিলেট রিপোর্ট ডটকম সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, সিলেট জেলা যুব জমিয়তের প্র্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার প্রমুখ হাসপাতালের তৃতীয় তলার ১০নং ওয়ার্ডের ২৩নং কেবিনে চিকিৎসাধীন সাংবাদিক আবদুর রাহমানের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। তিনি সকলের কাছে দুআ কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল