সাংবাদিক আমির হোসেন সাগরের বিস্ময় প্রকাশ

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

সাংবাদিক আমির হোসেন সাগরের বিস্ময় প্রকাশ

গত ২৩ নভেম্বর দৈনিক কাজীর বাজার পত্রিকায় প্রকাশিত সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও ৮নং কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ নেতাকর্মীদের নাম জড়িয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী বরাবরে বরাবরে স্মারকলিপি শিরোনামে সংবাদটির সাথে সাংবাদিক মো. আমির হোসেন সাগরের নাম জড়ানোর ঘটনা বিস্ময় প্রকাশ করেছেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন উক্ত সংবাদ একটি সুনির্দিষ্ট আইডি ও নাম থেকে পত্রিকায় প্রেরিত হয়েছে। সাগরের নামের সাথে উক্ত সংবাদ প্রেরকের নামের মিল থাকায় বিভিন্ন মহলে আমাকে নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। কোন অবস্থাতেই উক্ত সংবাদের সাথে আমার সংশ্লিষ্টতা নেই। অতএব এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন অবকাশ নেই বলে আমি মনে করি এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য সকল মহলের প্রতি বিনীতি অনুরোধ জানাচ্ছি।