সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির দুর্নীতি-বিরোধী নিয়ম ভাঙার অভিযোগে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে এই শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সাকিবকে নিষিদ্ধ ঘোষণার পর তার সব অঙ্গনের ভক্তদের মনে বেদনার মেঘ জমেছে। কেউ কেউ প্রতিবাদ করে ফুঁসে উঠেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। আবার শোবিজের অনেক তারকা আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তারকাদের এসব স্ট্যাটাস নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
গুণী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন—‘বাংলাদেশ তোমার সঙ্গে আছে সাকিব আল হাসান! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম ‘বাংলাদেশ’ শব্দ দিয়ে শুরু হয়েছে, দেশকে তোমার সঙ্গেই থাকতে হবে! জাতীয় স্বার্থে ব্যক্তিগত বিরোধকে আমাদের বড় করে দেখা উচিৎ নয়। মনে রাখবেন, তিনি কোনো অপরাধ করেননি। বরং অপরাধ করতে অস্বীকৃতি জানিয়েছেন। বাকিটুকু অসতর্কতা বলা যেতে পারে। এজন্য তাকে বড় কোনো শাস্তি দেয়া ঠিক নয়।’
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবর শোনে ব্যথিত শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি লিখেছেন—‘নিউটন বোমা বোঝ মানুষ বোঝনা’ কবি হেলাল হাফিজ স্যারের অমর লেখনি। সাকিব তুমি রাজার খেলা রাজার মতো খেলেছো। শুধু ভুলক্রমে ক্যাসিনো খেল নাই, বোকা ছেলে! রাজা খেলে পাশা, হারে কিংবা জিতে রাজকন্যা রাজ্য আর রাজত্ব। তুমি যা খেলেছো দেশের জন্য, রাজা সমর্থক প্রজারা তোমার মতো রাজার অনুগত থাকবে, কথা দিলাম।’
তিনি আরো লিখেন, ‘আপাতত মা-বাবা, স্ত্রী-কন্যা আর পরিবার নিয়ে কিছুটা সময় কাটাও। তাদের সঙ্গে তোমাকে মিলিয়ে নাও। ব্যস্ততা আর শপথ থেকে একটু বিশ্রাম নেয়ার সুযোগটা কাজে লাগাও। এ দেশের কোটি মানুষ ভরসা রাখে তোমার সততায়। বাংলাদেশ ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান। এই বেদনাবিধূর সময়ে আমরা সাধারণ ক্রিকেট দর্শক তোমার সঙ্গেই থাকব।’
দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘তুমি আমাদেরকে অনেক আনন্দের মুহূর্ত উপহার দিয়েছো, গোটা দেশকে এক করেছো, একই আনন্দে। আজকেও তুমি পুরো দেশকে এক করেছো, একই বেদনায়। আমরা তোমার সাথেই আছি, সাকিব আল হাসান।’
অভিনেতা মোশাররফ করিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘সত্যি এটি অনাকাঙ্ক্ষিত। শক্ত হও এবং আরো শক্তিশালী হয়ে ফিরে আসো।’ শ্রোতাপ্রিয় ব্যান্ড দল চিরকুটের দল প্রধান শারমিন সুলতানা সুমি লিখেছেন, ‘অবিশ্বাস্য। এটা অসহনীয়।’
বিনোদন ডেস্ক
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd