সিলেট ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯
আইসিসির নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর— ‘বঙ্গবন্ধু বিপিএল’-এ খেলতে পারবেন না তা অনুমিতই ছিল। সেটাই হয়েছে। ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এবারের বিপিএলে নেই গত ছয় আসরের তিনবারের সেরা এ ক্রিকেটার।
ছয়টি বিপিএলের তিনটিতেই সেরা বিশ্বসেরা এই অলরাউন্ডারকে মিস করবে বিপিএল, এমনই বলছেনকোচ মোহাম্মাদ সালাউদ্দিনের।
ড্রাফটে বসে সাকিবকে খুব অনুভব করেছেন সালাউদ্দিন, ‘শুধু আমি কেন, আমরা সবাই সাকিবকে খুব মিস করেছি। সে থাকলে হয়তো তাঁকে দলে পাওয়ার জন্য সবার আগ্রহ থাকত। শুধু ফ্র্যাঞ্চাইজিগুলো নয়, পুরো বিপিএলের দর্শকেরাও সাকিবকে খুব মিস করবে। বিপিএলে তাঁর ব্যাটিং, বোলিং, সবাই খুবই মিস করবে।’
বিপিএলের প্রথম দুই আসরে (২০১২ ও ২০১৩) খুলনা রয়েল বেঙ্গলস ও ঢাকা গ্ল্যাডিয়েটরসের জার্সিতে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। পরের তিন আসরেও সাকিবই ছিলেন তার দলের প্রাণভোমরা। ষষ্ঠ আসরে এসে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে তৃতীয়বারের মতো হন বিপিএল-সেরা।
খেলাধুলা ডেস্ক
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd