সাজা প্রাপ্ত পালাতক আসামী মুজিবুর রহমান গ্রেফতার

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

সাজা প্রাপ্ত পালাতক আসামী মুজিবুর রহমান গ্রেফতার

minto pic copy২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার: সিলেট দক্ষিণ সুরমা মোগলবাজার থানা পুলিশ চেক ডিজনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বিরাহিমপুর চক কালারাই মাঝেরগাঁও শাহ আপ্তাব আলীর পুত্র শাহ মুজিবুর রহমান মিন্টুকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মোগলবাজার থানার ওয়ারেন্ট অফিসার এস আই সুভীর চন্দ্র দেব এর নেতৃত্বে পুলিশের একটি তাকে আটক করে।
২০১৬ সালের এপ্রিল মাসে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সিলেট তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারি করেন। তার বিরুদ্ধে মোগলবাজার ও সিলেটের বিভিন্ন থানায় একাধিক চেক ডিজনার মামলা রয়েছে বলে জানা যায়।
২০১৬ সালের একটি চেক ডিজনার মামলায় সিলেট দায়রা জজ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১২ লক্ষ টাকা প্রদানের রায়দেন।
মোগলবাজার মডেল থানার ওসি খায়রুল ফজল সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে সিলেটের দিনকাল