সাবেক ছাত্রলীগ নেতা সাহেলের ভয়ে মেম্বার তানভীর আহমদের মনোনয়ন পত্র প্রত্যাহার

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৬

সাবেক ছাত্রলীগ নেতা সাহেলের ভয়ে মেম্বার তানভীর আহমদের মনোনয়ন পত্র প্রত্যাহার

19273.jpegসংসদীয় আসন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সাবেক এমপি ড. মকবুল হোসেন লেচু মিয়া এপিএস তানভীর আহমদের মনোনয়ন প্রত্যাহার। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুহেল আহমদ সাহেল’র ভয়ে ও এলাকায় স্থায়ী ভাবে জনসমর্থন না পাওয়া সাবেক এমপি মাকবুল হোসেন লেচু মিয়ার এপিএস তানবীর আহমদ মেম্বার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে লেচু মিয়ার এপিএস তানবীর গত নির্বাচনে আমুড়ার ইউনিয়নে ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচীত হওয়ার পর থেকে বিভিন্ন সন্ত্রাসী ও অনৈতিক কর্মকান্ড ৭/৮ মামলার আসামি ২টিতে দীর্ঘ দিন কারাগারে ছিলেন এবং তিনি শহীদ মুক্তিযোদ্ধা ওয়াহাব আলীর কবর স্থান দখল করতে গিয়ে ছেলে হেলাল আহমদ কে প্রাণে মারার উদ্দেশে অস্ত্র সস্ত্র দিয়ে মাথা সহ বিভিন্ন জায়গায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হেলাল আহমদ চিরদিনের জন্য পঙ্গু হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এলাকায় সরকারী ভাবে বিভিন্ন উন্নয়ন মুলক কাজের টাকা কাজ না করে তিনি আত্মসাত করেন। বিগত এরশাদ সরকারের আমলে তানভীর আহমদের নানা ইউপি সদস্য থাকা কালিন সরকারী বিভিন্ন প্রকল্পের গম আত্মসাত অভিযোগে সাজা ভোগ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল