২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৬
শাবি প্রতিনিধি ॥ ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরসহ তৎপরবর্তী দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার দুপুর ১২ টায় শাবির কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন পরবর্তী সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, বাংলাদেশ স্বাধীন করতে যুদ্ধে কেবল কোন নির্দিষ্ট ধর্মের মানুষ অংশগ্রহণ করেনি। সকল ধর্মের মানুষের অংশগ্রহণেই এদেশ স্বাধীন হয়। এদেশে সকলে বসবাসের জন্য সমান অধিকার রাখে।
প্রশাসনের ভিতরেই এমন অনেকে আছে যারা সাম্প্রদায়িক কর্মকান্ডে ইন্ধন যোগাচ্ছে বলে মন্তব্য করেন সামসুল আলম। সাম্প্রদায়িক হামলায় জড়িত সকলকে শাস্তির আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রাব্বী, কোষাধ্যক্ষ ড. মুশতাক আহমেদ, ড. আনোয়ারুল ইসলাম, ড. আখতারুল ইসলাম, ড. আব্দুল গনি, ড. আব্দুল আওয়াল বিশ্বাস, ড. সালমা আক্তার, ড. মস্তাবুর রহমান, ড. শরদিন্দু ভট্টাচার্য, ড. পাবেল শাহরিয়ার ও পায়েল বড়–য়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D