সিলেটের আরামবাগ থেকে এক বৃদ্ধ নিখোঁজ

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

সিলেটের আরামবাগ  থেকে এক বৃদ্ধ নিখোঁজ

14721581_901838053281066_5496928370389903963_n২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্যামার গাঁও গ্রামের মৃত ওয়াহিদ উল্লাহর একমাত্র ছেলে হাজী মো. হাবীবুর রহমান (৪৫) ২০ অক্টোবর বৃহস্পতিবার সকালে নিখোঁজ। জগন্নাথপুর শ্যামারগাঁও গ্রাম থেকে হাবীবুর রহমান বুধবার সিলেট নগরীর আরামবাগস্থ বোনের বাসায় বেড়াতে আসেন। বাসার কাউকে কিছু না বলে সকালে বাসা হতে বের হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত বাড়ীতে ফিরে আসেনি। নিকটস্থ সকল আতœয়ী-স্বজন সহ সবার বাসায় খোঁজাখুজি পর না পেয়ে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।
বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল কালা ও সাদার রংয়ের চেক শার্ট ও লুঙ্গি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক -৫ ফুট ৮ইঞ্চি, মূখমন্ডল-লম্বা, মুখে সাদা রংয়ের লম্বা দাড়ি।
যদি কোন সহৃদয় ব্যক্তি তার খোঁজ পান তাহলে নিম্নে মোবাইল ফোনের ০১৭১৫-১৪২৮৩৪ ও ০১৭৫৯-১৪০০২০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার মা ফুলেছা বিবি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল