২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬
আদালতে বেশ শান্ত ছিল নিউ ইয়র্কে বাংলাদেশী ইমাম আলাউদ্দিন আখুঞ্জি (৫৫) ও তার সহযোগী তারা উদ্দিন (৬৪)কে হত্যার দায়ে অভিযুক্ত অস্কার মোরেল। এ সময় সে খুব কম কথা বলেছে। মঙ্গলবার তাকে নিউ ইয়র্কের আদালতে হাজির করা হয়েছিল। এ সময় তার হাত ও পা ছিল শেকলে বাঁধা। সে ছিল একটি ঘিয়ে রঙের শার্ট ও কালো প্যান্ট। তাকে হাজির করা হয় কুইন্স ক্রিমিনাল কোর্টে। সেখানে তার বিরুদ্ধে হত্যার দায়ে প্রথম দফা অভিযোগ ও অস্ত্র রাখার দায়ে দ্বিতীয় দফা অভিযোগ উত্থাপন করেছে পুলিশ। তবে পুলিশের হত্যার অভিযোগ অস্বীকার করেছে সে। ভিডিওতে যে যুবককে দেখা গেছে সে অস্কার বলে স্বীকার করলেও সে হত্যার দায় অস্বীকার করেছে। ব্রুকলিনের ৩৫ বছর বয়সী এই যুবকে যদি ইমাম আলাউদ্দিন ও তারা উদ্দিন হত্যায় অভিযুক্ত করে আদালত তাহলে প্যারোলবিহীল যাবজ্জীবন কারাদ- হতে পারে। বৃহস্পতিবার আবার এ মামলার শুনানি হবে বলে ঘোষণা করেছেন বিচারক ক্যারেন গোপি। এ সময়ে অভিযুক্ত অস্কার একজন আইনজীবী পাবে। নিহত ইমাম আলাউদ্দিনের ভাই মাশুক উদ্দিন মঙ্গলবার আদালতে সাংবাদিকদের বলেন, নিহত দু’জনের পরিবারই ভেঙে পড়েছে। তারা মনে করছেন, এ হত্যাকা- হেট ক্রাইম বা বিদ্বেষমুলক হত্যা। তিনি বলেন, এখানে একই সময়ে দু’জন মানুষকে হত্যা করা হলো। এর কারণ কি? এর একটাই কারণ থাকতে পারে। তাহলো হেট ক্রাইম বা বিদ্বেষমুলক অপরাধ। এ সময় আদালতের বাইরে নিহতদের আত্মীয়-স্বজন কতগুলো ব্যানার ধরে দাঁড়িয়ে ছিলেন। তাতে লেখা ‘আমরা সুবিচার চাই’। নিউ ইয়র্কের কুইন্সে নৃশংস ওই হত্যাকা-ে ভীত সন্ত্রস্ত সেখানকার বাংলাদেশী সম্প্রদায়। এখনও তারা প্রিয় এই দু’জন ধর্মীয় নেতার মৃত্যু মেনে নিতে পারছেন না। মঙ্গলবার আদালতে যখন অস্কার মোরেলকে তোলা হয় তখন সেখানে উপস্থিত ছিলেন নিহত দুই বাংলাদেশীর আত্মীয়-স্বজন। এ সময় প্রকিসিউটর পিটার ম্যাককরম্যাক আদালতকে বলেন, সবচেয়ে ভীতিকর ও ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছে। এটা ঠান্ডা মাথায় হত্যাকা-। এ হত্যাকা- পূর্ব পরিকল্পিত। মামলার বিবাদী বাংলাদেশী ওই দু’জন ব্যক্তির পিছন থেকে গিয়ে তাদের মাথায় বেশ কয়েক দফা গুলি করে। তাদেরকে রাস্তায় মারাত্মক জখম করে ফেলে যায়। ওদিকে সোমবার সংবাদ সম্মেলন করেছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দা প্রধান রবার্ট বয়সে। তিনি বলেছেন, তারা সার্ভিলেন্স ভিডিওতে গুলি করার পর একটি কালো স্পোর্টস কারে করে সন্দেহজনক একজনকে পালাতে দেখেছেন। ওই গাড়িটি এ হত্যাকা-ে ব্যবহৃত হয়ে থাকতে পারে। ঘটনার পর তিন মাইল পাড়ি দিয়ে গাড়িটি গিয়ে থাকে ব্রুকলিনে। পুলিশ কর্মকর্তারা যখন সন্দেহভাজনকে ধরতে যান তখন সে গোয়েন্দাদের গাড়ি কয়েকবার ফাঁকি দিয়ে সরে পরে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেছেন, ধারণা করা হয় সন্দেহজনক ওই যুবকের ব্রুকলিনে রয়েছে একটি ওয়্যারহাউজ। ওদিকে নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক ডেইলি নিউজ ও অন্যান্য সংবাদ মাধ্যম মঙ্গলবার রিপোর্ট দিয়েছে যে, তল্লাশির সময় গোয়েন্দারা অস্কার মোরেলের বেসমেন্ট থেকে লাইসেন্সবিহিন একটি রিভলবার উদ্ধার করেছে। কর্তৃপক্ষের ধারণা ওই হত্যাকা-ে এটি ব্যবহৃত হয়ে থাকতে পারে। এ ছাড়া তার এপার্টমেন্টে কিছু পোশাক পেয়েছে পুলিশ। হত্যার পর পালানোর সময় ভিডিওর যুবকের পরনে যে পোশাক ছিল তার সঙ্গে এগুলো মিলে যায়। অবশেষে মঙ্গলবার পুলিশ এ বিবৃতিতে নিশ্চিত করে যে, তারা ০.৩৮ ক্যালিবারের একটি তাউরুস রিভলবার উদ্ধার করেছে। উল্লেখ্য, গত শনিবার কুইন্সের ওজোন পার্কে অবস্থিত আল ফুরকান জামে মসজিদে যোহরের নামাজ আদায় করে পায়চারী করছিলেন বাংলাদেশী ইমাম আলাউদ্দিন আখুঞ্জি ও তারা উদ্দিন। এ সময় পিছন থেকে তাদের গুলি করে হত্যা করা হয়। নিহত আলাউদ্দিনের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাটে। আর তারা উদ্দিনের বাড়ি সিলেটে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D