সিলেট ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬
সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা সাইফুল আরেফিন লিমন বিয়ে করে শেষ পর্যন্ত ঘরজামাই (বাড়ির দামান) হলেন। জনপ্রিয় অভিনেত্রী নাসরিন আহমেদ নুপুরকে গতকাল বিয়ে করে বাড়ির দামান হলেন। আসছে ঈদুল আযহা উপলক্ষে সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত টেলিফিল্ম ‘বাড়ির দামান’ এর শুটিং সম্পন্ন হয়েছে। সপ্তাহব্যাপী সিলেট শহরের বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং হয়। উল্লেখ্য যে, অভিনেতা মাহবুব চৌধুরী ও সানজানা চৌধুরী মৌ এর পালক পুত্রের চরিত্রে থাকেন অভিনেতা সাইফুল আরেফিন লিমন। এই বাড়ির বড় মেয়ের চরিত্রে থাকেন নুপুর। রাজ চরিত্রে থাকা সামছুলের সাথে নুপুরের স্বার্থপরি প্রেম থাকে। এক পর্যায়ে রাজ প্রেমে ব্যর্থ হয়ে নিঃস্ব হয়ে পড়েন। গ্রামের সাধারণ মানুষ বিষয়টি মেনে নিতে পারেনি । চেয়ারম্যান চরিত্রে থাকা মাহবুব চৌধুরীকে বিভিন্ন ধরণের হুমকি ও ভয়ভীতি দেখায় এমনকি বিচারপ্রার্থীও হয়। তৎক্ষনাত সংবাদ আসে চেয়ারম্যানের ছোট ছেলে আকাশ গ্রামের এক হতদরিদ্র লোক মানিকের ছোট বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার। এক পর্যায়ে বড় মেয়ে নুপুরের চলাফেরা দেখে বাবার চোখে সন্দেহ আসায় সিদ্ধান্ত নেওয়া হয় পালক পুত্র লিমনের সাথে বিয়ে দিয়ে লিমনকে ‘বাড়ির দামান’
(ঘর জামাই) করে রাখার। কাজী ডেকে বিয়ে দিয়ে লিমনের হাতে নুপুরকে তুলে দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে অভিনয় শিল্পীরা হলেন, ডায়না, রেজাউল, রিপন দাস, হাবিব, মনির, সুমন, ঘোপাল প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd