২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬
১০ সেপ্টেম্বর ২০১৬, শনিবার: গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় একটি কারখানায় ভয়াবহ আগুনের কবলে এখন পর্জন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ , এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
শনিবার সকাল ৬টার দিকে ট্যাম্পাকো পুটিং লিমিটেড নামক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে এ আগুন লাগে।
নিহতদের মধ্যে আটজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কারখানার শিফট ইনচার্জ সুভাস (৪০), প্রিন্টিং হেলপার রফিকুল ইসলাম (২৮), সিকিউরিটি গার্ড আবদুল হান্নান (৪৫), অপরাটের মামুন (৪০), আনোয়ার (৪০), জয়নুল (৩৪), রেদোয়ান (৩৫) ও ক্লিনার শংকর (৪০)। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে পাঁচতলা ভবন পুরোটা ধসে গেছে। এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে আটজনের নাম-পরিচয় পাওয়া গেছে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। হতাহতেরর সংখ্যা আরও বাড়তে পারে।
এরআগে জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, বিসিক নগরীর ট্যাম্পাকো পুটিং লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আহতদের উদ্ধার করে টঙ্গী ৫০ শয্যার হাসপাতালে নেয়া হচ্ছে। সেখান থেকে গুরুতর দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
জানা যায় এই কারখানার মালিক সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন লেচু মিয়া।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D