সিলেট ২২শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
ডেস্ক:: দৈনিক সিলেটের হালচাল পত্রিকার প্রধান বার্তা সম্পাদক বদরুর রহমান বাবরকে হাত পা কেটে সুরমা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। একটি মোবাইল নাম্বার থেকে ১ ডিসেম্বর ও ৩০ নভেম্বর দুদফায় এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে । উপর্যুপরি হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, ৩০ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর বালুচরস্থ বাসা থেকে অফিসে যাওয়ার পথে ০১৮৮৮ সিরিয়ালের একটি নাম্বার থেকে পর পর তিনবার কল আসলে সাংবাদিক বাবর ফোন ব্যাক করেন। এ সময় ফোনের অপরপ্রান্তে থাকা দুর্বৃত্ত তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এক সপ্তাহের মধ্যে হত্যার হুমকি দেয়। রাতে তিনি শাহপরান থানায় সাধারণ ডায়রি করেন। ১ ডিসেম্বর সকালে একই নাম্বার থেকে ফোন করে আবারো অকথ্য ভাষায় গালিগালাজ করে দুর্বৃত্ত। এ ঘটনার পরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি সাংবাদিক বাবরের সাথে যোগাযোগ করলে তিনি দুদফা হুমকি ও জিডির বিষয় অবগত করে পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন।
১ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সাংবাদিক বাবরের বক্তব্য গ্রহণ করে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd