সিলেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩

সিলেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

সিলেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ মঙ্গলবার (১৮ জুলাই) সিলেটে পদযাত্রা করছে বিএনপিসহ সমমনা দলগুলো। এরআগে সকালেই রাজপথে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগও।

বেলা সাড়ে ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাটি নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমূখ।

এদিকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ঘোষিত এক দফা দাবি আদায়ে বেলা দুইটায় নগরের রেজিস্টারি মাঠ থেকে পদযাত্রা কর্মসূচি হবে। এ কর্মসূচি সফল করতে শুক্রবার রাতে আয়োজক সংগঠনগুলো প্রস্তুতি সভা করেছে। কর্মসূচিতে সিলেটের সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করার জন্য দলীয় নেতা-কর্মীদের সভা থেকে আহ্বান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল