১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬
সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট-৭০৭) সভাপতি মোঃ জাকারিয়া আহমদ বলেছেন, সিএনজি অটোরিক্সা শ্রমিকরা নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যার কথা কেবল ঘরে বসে বললেই এর সমাধান হবে না। যার যার অবস্থান থেকে রাজপথে নেমে কর্মসূচী সক্রিয় ও সুশৃঙ্খলভাবে পালনের মধ্য দিয়ে কাংখিত দাবি আদায় ও বাস্তবায়ন করে নিতে হবে।
তিনি বিকাল ৩টায় চৌকিদেখীস্থ একটি অভিজাত সেন্টারের হলরুমে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর অর্ন্তভুক্ত আম্বরখানা, সালুটিকর শাখার ২০১৫ সালের নির্বাচিত কমিটির বছর পূর্তি উপলক্ষ্যে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। বক্তৃতাকালে সিএনজি অটোরিক্সা শ্রমিকদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ইউনিয়নের আম্বরখানা সালুটিকর শাখা সভাপতি সৈয়দ জুবের আলীর সভাপতিত্বে ও সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট- ৭০৭) এর সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, সহ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারা মিয়া, সালুটিকর-কোম্পানীগঞ্জ লাইন শাখা বাস মালিক সমিতির সভাপতি মোঃ হুমায়ন আহম্মদ (মাশুক), সাধারণ সম্পাদক মোঃ হাজী কলমদর আলী, কোম্পানীগঞ্জ লাইন শাখা বাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১৪১৮) সভাপতি মোঃ শফিক মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আম্বরখানা সালুটিকর শাখার সহ সভাপতি মুহিবুর রহমান, সহ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আবুল খান, আম্বরখানা শাখার সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাবেক সম্পাদক চুনু মিয়া, সাবেক সহ সম্পাদক তাজ উদ্দিন, নিয়াজ উল্লাস, অফিস সহকারী আছকর আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে, আগামী ২৩ ও ২৪ আগস্ট অটোরিক্সা শ্রমিক ধর্মঘট পালন হবে। সভায় আম্বরখানা সালুটিকর শাখার সভাপতি সৈয়দ জুবের আলী বাৎসরিক হিসাব পেশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D