সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৬
সিলেটের মদনমোহন কলেজের ছাত্রলীগ নেতা চাঞ্চল্যকর আবদুল আলী হত্যাকণ্ডের এক বছর পূর্ণ হয়েছে আজ। গত বছর ১২ই আগস্ট কলেজ ক্যাম্পাসে একই দলের কর্মীদের ছুরিকাঘাতে আবদুল আলী নিহত হয়। সে কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল এবং দক্ষিণ সুরমার সিলাম গ্রামের আলকাছ মিয়ার জ্যেষ্ঠপুত্র। হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও সব আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পরপরই প্রধান আসামি প্রণজিৎ দাশকে গ্রেপ্তার এবং তার সহযোগিতায় অপর আসামি আঙ্গুর মিয়া ও রাজীবকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় আবদুল আলীর পিতা আলকাছ মিয়া ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বর্তমানে আঙ্গুর মিয়া জামিনে এবং অপর দুই আসামি মাসুদ ও তাকবীর পলাতক রয়েছে। এদিকে হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও পলাতক আসামিদের গ্রেপ্তার না করায় চরম হতাশায় ভুগছেন আবদুল আলীর পিতা আলকাছ মিয়া। তিনি অবিলম্বে মাসুদ ও তাকবীরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি তার পুত্র হত্যার সুষ্ঠু বিচার দাবি করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। গত বছরের ১২ই আগস্ট আবদুল আলীকে ফোন করে কলেজে নিয়ে আসে আসামিরা। পরে কলেজের সুলেমান হলের নিচতলার সিঁড়িতে ব্যাপক ছুরিকাঘাতে আবদুল আলীকে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই ছাত্রলীগসহ আবদুল আলীর সহপাঠীরা হত্যাকাণ্ডের বিচার দাবি করে মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও অপর দুই আসামিকে গ্রেপ্তার না করেই গত ১৮ই জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd