১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬
সিলেট নগরীর বড়বাজার দারুস সালাম মাদ্রাসা রোডে পুলিশ ও আসামী পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ গুলি চালায়। এ ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন ৯ জন।
আহতরা হলেন, পুলিশ কনেস্টবল খলিল আহমদ(২৮), কনেস্টবল হারুনুর রশিদ (৫০), ইলিয়াস আলী (২৮), লোকমান আহমদ (৩০), লিটন আহমদ (৩০), এ এস আই আব্দুল আজিজ (৩০), আসামী পক্ষের আহতরা হলেন, সিতারা বেগম (৫০), প্রত্যক্ষদর্শী সোহাগ আহমদ (২৬), দেলোয়ার হোসেন ( ২৮)।
জানা যায়, সন্ধ্যা সাত টায় দারুস সালাম মাদ্রাসা রোডে বন্ধন ই ১৪/১ এর বাড়াটিয়া ফতি বেগমের ছেলে আব্দুল মতিন কামরান ও ঐবাসার মালিক ফয়সল আহমদ স্বজল এর খালাতো ভাই মেহেদী হাসান সপু মাদ্রাসা রোডে একটি দোকানের সামনে দাড়ানো অবস্থায় হঠাৎ করে পুলিশ তাদেরকে আটক করে।
এসময় আসামীদেরকে পুলিশের হাত থেকে জোরপূর্বক রাখতে গিয়ে পুলিশ ও আসামী পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা চালানো হয়। এতে ৬ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুঁড়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D