২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক
ঈদের আগেই ভয়ঙ্কর হয়ে ওঠেছে সিলেটের করোনা পরিস্থিতি। লকডাউন অমান্য করে ঈদকে সামনে রেখে অবাধ চলাফেরার ফল যেন পেতে শুরু করেছেন এ অঞ্চলের মানুষেরা।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, সরকারি কর্মকর্তা ও সাধারণ লোকজন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে সিলেট সদরের ১৭ জন, কানাইঘাটের ৫ জন, বিশ্বনাথের ৬ পুলিশ সদস্য, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও বালাগঞ্জের একজন করে, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ ও জৈন্তাপুরের দুইজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আরেক জনের করোনা পজিটিভ এসেছে।
একই দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে পরীক্ষায় আরো ৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯২টি নমুনা জমা হলে ৮৮টির ফলাফলে ৪ জনের করোনা শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ২০মে সিলেটের দুই ল্যাবে আরো ৪৫ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। এরমধ্যে ৪৪ জনই সিলেটের এবং একজন মৌলভীবাজারের জুড়ি উপজেলার। আর ২১ মে সনাক্ত হওয়া আরো ১৩ জনের সকলেই সিলেটের।
গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবে ২২ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ল্যাবে ২৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, এ পর্যন্ত শুধু সিলেট জেলাই আক্রান্ত হয়েছেন ২৮১ জন। আর বিভাগজুড়ে এই সংখ্যা পৌঁছেছে ৬০৮ জনে। এছাড়া বিভাগের মধ্যে সুনামগঞ্জে ৮৮, হবিগঞ্জে ১৫৬ ও মৌলভীবাজার জেলায় ৮৩ জন। এরমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৫৭ জন এবং মারা গেছেন ১১ জন। মৃতদের মধ্যে সিলেটে ৮, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ২ জন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D