১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬
মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের জন্য প্রহর গুনছেন দেশবাসী। রোজা ২৯টি হলে বুধবার, আর রোযা ৩০টি হলে বৃহস্পতিবার বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের দিনটি শুরু হয় মূলত সকালে জামাতের সাথে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে।
সিলেটে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সেখানে জামাত অনুষ্ঠিত হবেসকাল সাড়ে ৮টায়। একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার শরীফে।
এছাড়া, কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও ৯টায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া আলিয়া মাদরাসা মাঠ, ডাক বাংলো রোডের নবাবী জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ও কালেক্টরেট মাঠে সকাল সাড়ে ৮টায়, পশ্চিম পীরমহল্লা জামেয়া গৌসুল উলুম মাদরাসায় পৌনে ৮টায়, দারুস সালাম মাদরাসা ও জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদরাসায় সকাল সাড়ে ৭টায় এবং দক্ষিণ সুরমার বরইকান্দি ঈদগাহ ময়দানে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D