সিলেটে উপআঞ্চলিক স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন ও পুরষ্কার বিতরণ

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭

সিলেটে উপআঞ্চলিক স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন ও পুরষ্কার বিতরণ

সিলেটে ৪৬তম উপআঞ্চলিক স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতা ২০১৭’র অ্যাথলেটিকস উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় সিলেট জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
মাউশি সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গির কবির আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ কামরুল আহসান বিপিএম।
এসময় তিনি বলেন, বাংলাদেশ ক্রীড়াঙ্গণে বিশ্বের বুকে সুনাম অর্জন করেছে। অতীতের মতো ক্রীড়াঙ্গণে দেশ এখন আর পিছিয়ে নয়। অগ্রগতির এ ধারাকে অব্যাহত রাখতে এরকম প্রতিযোগীতার গুরুত্ব অপরীসিম। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলা করলে তাদের মন ও স্বাস্থ্য সতেজ থাকে। তিনি শিক্ষার্থীদেরকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায়ও ভালো করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র কমান্ডার কর্ণেল আব্দুল্লাহ আল মামুন পিএসসি, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, মাউশি সিলেট অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক জগদীশ চন্দ্র দেবনাথ, সিলেট জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গির আলম, সুনামগঞ্জ জেলা কন্টিজেন্ট লিডার মো. বোরহান উদ্দিন, মৌলভীবাজার জেলা কন্টিজেন্ট লিডার মো. শফিকুল ইসলাম মিলন, হবিগঞ্জ জেলা কন্টিজেন্ট লিডার জাহাঙ্গির আলম, পাইলট স্কুলের প্রধান শিক্ষক গোলজার আহমদ খান।
আহ্বায়ক বাহার উদ্দিন আকন্দ ও কোহেলী রানীর রায়ের যৌথ পরিচালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শিপন মিয়া, মুনমুন নাহার মিতু, মাসুক, ঝলক, সিপ্রা দেব, হারুন অর রশিদ, মুক্তা তালুকদার, মানিক খান, শরিফা খাতুন, হাসান আল সামসুজ্জামান, আব্দুল মতিন প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ জেলা ক্রীড়াবিদ মো. আতাউল করিম, গীতা পাঠ করেন অদিতি ধর অন্না।
জাতীয় সংগীত পরিবেশন করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেবশ্রী দাস ও স্কুলের ছাত্রীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল