২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২০
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে বিভাগের চার জেলায় মোট শনাক্ত হলেন ৮৩৬ জন। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন।
বৃহস্পতিবার (২৮ মে) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে সিলেট জেলার ৫১ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ল্যাবে সুনামগঞ্জের ১৮, ঢাকার ল্যাব থেকে হবিগঞ্জের ৭ ও মৌলভীবাজারের ১ জনের করোনা পজিটিভ আসে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে বৃহস্পতিবার সিলেট জেলার ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনেরই করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কানাইঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. শেখ শরফ উদ্দিন নাহিদ, তার স্ত্রী আয়শা আক্তারও রয়েছেন। সবাই সিলেট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শাবিপ্রবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, ‘বৃহস্পতিবার শাবির পিসিআর ল্যাবে আগের দুটিসহ মোট ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের নমুনায় করোনা পজিটিভ আসে। শনাক্ত ১৮ জনই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের তথ্য অনুসারে, সিলেটে গত ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে এ সংখ্যা বাড়ছেই। এর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৪৩৬ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া সুনামগঞ্জ জেলায় ১৩১ জন, মৌলভীবাজারে ৯৮ এবং হবিগঞ্জে ১৭১ জন করোনায় আক্রান্ত হন। এখন পর্যন্ত মারা গেছেন প্রথম আক্রান্ত রোগী ডা. মঈন উদ্দিনসহ ১৫ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১ জন, হবিগঞ্জে ১ এবং মৌলভীবাজারে ৩ জন রয়েছেন। একই সময়ে বিভাগের চার জেলায় সুস্থ হয়েছেন ১৯৭ জন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D