সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: ‘মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস’ উপলক্ষে সিলেটে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।
প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পরিষদ, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।
প্রথম প্রহরে সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট জেলা পরিষদ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, এসএমপি, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদর উপজেলা পরিষদ, হাইওয়ে পুলিশ, ডিআইজি প্রিজন, সিআইডি, সিলেট পিবিআই, পিপিপি কর্তৃপক্ষ, সিলেট রেলওয়ে পুলিশ, সিলেট আর্মড পুলিশ সিলেট, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ডসহ বিভিন্ন সংগঠন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলে প্রশাসন। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে বসানো হয় পর্যাপ্ত সিসি ক্যামেরা। যান চলাচল বন্ধ ছিল নগরের চৌহাট্টা থেকে শহীদ মিনার মুখি জিন্দাবাজার সড়ক পর্যন্ত।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd