সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬
২৮ আগস্ট ২০১৬ইং, রবিবার: ঈদ-উল-আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগর কর্তৃপক্ষ তাদের দু’টি হাট ইজারার জন্য চূড়ান্ত করেছে। হাট দু’টির একটি নগরীর মেন্দিবাগ ও অন্যটি কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর।
এই হাট দু’টি সিসিকের কাছ থেকে নামমাত্র মূল্যে নিতে চেষ্টা করছেন ক্ষমতাসীন দলের নেতারা। শুধু ক্ষমতাসীন নয়, বরাবরের মতো এবারও বিএনপি ও ছাত্রদলের প্রভাবশালী নেতারাও থাকছেন পশুর হাটের মালিকানায়। মোট কথা, সর্বদলীয় সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে ইজারা পশুর হাট।
অনুসন্ধানে জানা যায়, এ দু’টি হাটের মধ্যে কয়েদির হাট পাচ্ছেন সাবেক মেয়র পুত্র। তার সঙ্গে রয়েছেন ডজন খানেক নেতা। আর দক্ষিণ সুরমার কদমতলীর হাটের নিয়ন্ত্রণ থাকবে আওয়ামী লীগ নেতা কাউন্সিলর তওফিক বখত লিপনসহ আওয়ামী লীগ নেতাদের হাতে।
অনুসন্ধানে জানা গেছে, এ দু’টি হাট ছাড়াও নগরীতে অন্তত ডজনখানেক পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। সম্ভাব্য সেসব হাট বসছে নগরীর রিকাবিবাজার, বাবনা পয়েন্ট, উপশহর, বাগবাড়ি, আখালিয়া, মদিনা মার্কেট, মিরাবাজার, টিলাগড়, মেন্দিবাগ (গ্যাস অফিস সংলগ্ন), ঘাসিটুলা (বেতবাজার), নগরীর উপকণ্ঠে মালনীছড়া ও শাহীঈদগাহ খেলার মাঠে। এরই মধ্যে অনেক জায়গায় খুঁটিও বসানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, এসব হাটের মালিকানায় থাকছেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকার আওয়ামী লীগ ও অংগ সংগঠন এবং বিএনপি-ছাত্রদলের প্রভাবশালী নেতারা। পশুর হাট বসানো নিয়ে এক ধরনের হৈচৈ শুরু হলেও এ নিয়ে কেউ মুখ খুলতে নারাজ।
এছাড়া নগরীর কাজিরবাজার পশুরহাটে সিটি করপোরেশনের ভূমি থাকলেও এ নিয়ে মামলা চলমান রয়েছে। এ কারণে ঐতিহ্যবাহী এই হাটটি এবারও মালিকানায় পরিচালিত হবে।
সূত্র জানায়, সিলেট সিটি করপোরেশন বিগত বছরগুলোতে এভাবে একটি বা দু’টি হাট ইজারা দিলেও পরবর্তী নগরীতে ডজনখানেক পশুর হাট বসতে দেখা গেছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সিসিক থেকে কয়েদির হাট ও কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর হাট বসানো হবে। এছাড়া অন্য কোনো হাট দেবে না সিসিক। তবে কাজিরবাজার পশুর হাট নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এছাড়া অন্য কোনো হাট নগরীতে বসলে তা উচ্ছেদ করবে সিসিক।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd