সিলেটে ওসি-প্রার্থী সমঝোতা প্রেস কনফারেন্স বাতিল

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

সিলেটে ওসি-প্রার্থী সমঝোতা প্রেস কনফারেন্স বাতিল

ডেস্ক রিপোর্ট : সিলেটে ওসি প্রার্থী সমঝোতার ভিত্তিতে প্রেস কনফারেন্স বাতিল করে দেয়া হয়েছে। রোববার নগরীর জিন্দাবাজারস্থ এক অভিজাত রেষ্টুরেন্টের কনফারেন্স হলে এ প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছিল। প্রেস কনফারেন্সেক্ষ আয়োজন করেছিলেন আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন। এর আগে সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব সাংবাদিকদের আমন্ত্রণ করা হয় ওই প্রেস কনফারেন্সে। বেলা ১টায় নির্ধারিত সময়ে উভয় প্রেসক্লাবের শতাধিক সাংবাদিক উপস্থিত হলে প্রথমে তাদের ভুরিভোজ করানো হয় এবং পরে প্রার্থী হাজির হয়ে তার আয়োজিত প্রেস কনফারেন্স বাতিল বলে তাৎক্ষনিক ঘোষনা দিলে সাংবাদিকরা হল ত্যাগ করেন।
জানা গেছে, সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড’র সদস্য পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন গত শনিবার (২৪ডিসেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েছ আলমের বিরুদ্ধে জনৈক সদস্য পদপ্রার্থীর পক্ষে প্রচারনা, পক্ষপাতদুষ্ট আচরন, ভোটার ও সমর্থকদের হয়রানীর অভিযোগে করেন। এ অভিযোগ এনে তিনি নির্বাচন কমিশনসহ বিভিন্ন দায়িত্বশীর মহলে ওসির প্রত্যাহার দাবি করে আবেদন করেন। আবেদনের সংবাদও কয়েকটি প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রকাশ পায়। এ দাবিতে নাজিম উদ্দিন রোববার (২৫ডিসেম্বর) সাংবাদিক সম্মেলনের আয়োজনও করেন। নির্ধারিত সময়ে সাংবাদিরা উপস্থিত হলে প্রথমে তাদের ভুরিভোজ করানো হয় এবং পরে তাৎক্ষনিক জানিয়ে দেয়া হয় প্রেস কনফারেন্স বাতিলের কথা। তবে সুত্র মতে মোটা অংকের বিনিময়ে ওসি বায়েছ আলম ও সদস্য প্রার্থী নাজিম উদ্দিনের মধ্যে সমঝোতা হয়ে গেলে তাৎক্ষনিক সংবাদ সম্মেলন বাতিল করে দেয়া হয়।
সদস্যপ্রার্থী নাজিম উদ্দিন জানান, নির্বাচনী আচরনবিধি লংঘন হবে জেনে তিনি সংবাদ সম্মেলন বাতিল করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল