সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬
সিলেট শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে। বিগত ৫ বছরের মধ্যে এবারই সিলেটে পাশের হার সবচেয়ে কম।
এবছর সিলেটে পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৩০ জন শিক্ষার্থী। যেখানে গত বছর সিলেটে পাসের হার ছিল ৭৪ দশমিক ৫৭ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিল এক হাজার ৩৫৬ জন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম জানান, চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ৮৭০ জন। শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আগের বছরগুলোতে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফলাফল করলেও এবার ঘটেছে উল্টোটা। এবার ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩১ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ১১ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও এবার এগিয়ে সিলেটের ছেলেরাই। এক হাজার ৩৩০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে এবার ৭৯৪ জন ছেলে ও ৫৩৬ জন মেয়ে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd