সিলেট ২৩শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক ::
সিলেটজুড়ে আবারও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা ২৯৫ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৪২ জন হওয়ার মধ্য দিয়ে শনাক্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে।
নতুন শনাক্তদের মধ্যে ১২৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জেলার ১ জন এবং মৌলভীবাজার জেলার ১৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার (৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১ হাজার ২৫৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৯ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ২৯৫ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২২৭ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৪ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ১৬ হাজার ৪৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৩৩৩ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ১৭৪ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি । এরমধ্যে সিলেট জেলায় ২২০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৪২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ৬৫ জন। এ সময়ে সিলেট জেলার আরও দুই জন মারা গেছেন।’
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd