সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬
সিলেটে মৌসুমি কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২ টার পর থেকে আকস্মিক কয়েকদফা কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে জনজীবন। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দেখা যায়, ঝড়ের কবলে পড়ে বিভিন্ন কাঁচা, আধা পাকা বাড়ির চাল, অফিস, দোকানপাট, ব্যাংকের সাইন বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার পাশে উপড়ে পড়ে আছে বড় বড় গাছ। সিলেট সদর উপজেলার বহর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, ঝড়ের কারণে অফিসের চাল উড়ে যাওয়ায় বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ সরকারী নথি। অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ.আসবাহ উদ্দিন লিটু জানান, শুক্রবার রাতের কয়েক দফা ঝড়ে চাল উড়ে যাওয়ায় প্রয়োজনীয় অনেক কাগজপত্রই নষ্ট হয়েছে। আমরা তাৎক্ষণিক চাল মেরামতের ব্যবস্থা করেছি। ভিজে যাওয়া কাগজ গুলো রোদে সংরক্ষণের ব্যবস্থা করছি।
এদিকে ঝড়ের কারণে বিপাকে পড়েছেন সাধারণ জনগণ। সদর উপজেলার খাদিমনগর বিসিক শিল্প নগরী এলাকায় একটি আইসক্রিম হিমাগারের সামনে প্রায় ৫০ বছরের পুরাতন কড়ই গাছ উপড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর পড়ে রয়েছে।
এদিকে ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের অন্তত ১০০ ফুট অংশ ভেঙ্গে পড়েছে।
শুক্রবারের রাতের ঝড় ও শিলা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাওয়া গেছে। সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা আবু সাঈদ জানান, মৌসুমি বায়ুর প্রভাবে এমনটা হচ্ছে। আরও কয়েকদিন এই প্রভাব থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd