সিলেটে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষে মামলা: কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সুফি সহ আটক ১০

প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

সিলেটে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষে মামলা: কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সুফি সহ আটক ১০

IMG_1218-300x200২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার: সোমবার রাতে সিলেট নগরীর আম্বরখানায় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পুলিশের উপর হামলার অভিযোগে সুফিসহ ৩৫ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার এ মামলা দায়ের করা হয়। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ছাত্রলীগের সাবেক কেন্ত্রীয় সহ-সম্পাদক মাসুদ কামাল সুফিসহ ২০ জনের নাম উল্লেখ করে আরো ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, নগরীর আম্বরখানা পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে সোমবার রাত ১০টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি ও বর্তমান উপ গনসংযোগ বিষয়ক সম্পদক ফয়সল আহমদ ময়নুলের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মী টহল পুলিশের উপর হামলা চালায়। হামলায় ৬ জন পুলিশ-পথচারী সহ ২০জন আহত হয়েছেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল