সিলেটে ছিনতাইয়ের শিকার নারী পুলিশ

প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

সিলেটে ছিনতাইয়ের শিকার নারী পুলিশ

cintir kariসিলেট, বুধবার, ০৩ আগস্ট ২০১৬ :সিলেটে ছিনাতাইয়ের শিকার হয়েছেন এক নারী পুলশি সদস্য। ছিনতাইকারীরা তাকে ছুরিকাহত করে তার হাতব্যাগ ছিনিয়ে নেয়। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর কিনব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার শাপলা বেগম কতোয়ালি থানার কনস্টেবল। ছিনতাইকারীরা অবশ্য শেষ রক্ষা করতে পারেনি। পালিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারীকেই পুলিশের হাতে ধরা পড়তে হয়। আটক তিন ছিনতাইকারী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামের সাবু মিয়ার ছেলে শিপন (২৪), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দেবপাড়া গ্রামের চিরমত আলীর ছেলে ফারুক আহমদ সাগর (২৮), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আজফর আলীর ছেলে ইমন আহমদ।
কোতয়ালী থানাসূত্রে জানা গেছে, বুধবার ভোরেডিউটি শেষে বাসায় ফিরছিলেন কনস্টেবল শাপলা বেগম। কিনব্রিজের উত্তর পাশে পৌছামাত্র তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় তারা শাপলা বেগমকে ছুরিকাহত করে তার হাতব্যাগ ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শাপলা বেগমের চিৎকারে নগরীর সুরমা পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা দৌঁড়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল