সিলেটে জামায়াত-শিবিরের ছাপাখানা সিলগালা, আটক ৫

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

সিলেটে জামায়াত-শিবিরের ছাপাখানা সিলগালা, আটক ৫

Sylhet Police picউস্কানিমূলক লিফলেট ছাপার দায়ে সিলেট নগরীর জিন্দাবাজারে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত একটি ছাপাখানা সিলগালা করেছে পুলিশ। এসময় ছাপাখানা থেকে ৫ জনকে আটক করা হয়।

মঙ্গলবার বিকাল ৫টায় আল-মারজান শপিং সেন্টারের তৃতীয় তলায় স্টার সিলেট অফসেট প্রেসে এ অভিযান চালানো হয়। অভিযানকালে প্রেসের ভেতর থেকে জামায়াত-শিবিরের বিপুল পরিমান লিফলেট ও পোস্টার উদ্ধার করে পুলিশ।

এসময় ছাপাখানাটিকে সিলগালা ও ৫ যুবককে আটক করা হয়। আটকৃতরা হলেন- সাঈদ বকস, সালমান, সুহেল আহমদ, মিসবাহ-উল করিম ও মনোয়ার।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, উস্কানীমূলক লিফলেট প্রকাশের অভিযোগ পেয়ে আল মারজান মাকের্টের তৃতীয় তলায় এই ছাপাখানায় অভিযান চালানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল