সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০
হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় এফআইভিডিবি’র উদ্যোগে সিভিসি প্রকল্পের আওতায় সিলেটে জিংক ধান, চাল উৎপাদন, সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকারীদের নিয়ে এক সম্পর্ক স্থাপন সভা ২৭ জুলাই সোমবার দুপুরে খাদিমনগরস্থ এফআইভিডিবি’র প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এফআইভিডিবি’র প্রকল্প পরিচালক জাহিদ হোসেন এর সভাপতিত্বে সম্পর্ক স্থাপন সভায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কৃষিবিদ ড. খায়রুল বাশার।
এফআইভিডিবি’র প্রোগ্রাম অফিসার সৈয়দ রাকিব এর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই, সিলেটের উপ-পরিচালক মজুমদার মোঃ ইলিয়াস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, বিএডিসি সিলেটের উপ-পরিচালক সুপ্রীয় পাল, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনোজ কান্তি দাস চৌধুরী, এফআইভিডিবি’র কো-অডিনেটর দেলোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই জিংক সমৃদ্ধ খাবার খাওয়া সকলের প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে জিংকের প্রয়োজনীয়তা উপলব্ধি করে জিংক ধান উৎপাদন, সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ খুবই জরুরী। এ জন্য কৃষক থেকে শুরু করে সর্বশ্রেণির মানুষকে জিংক ধান উৎপাদনে সহযোগিতা করতে হবে। সকলে সম্মিলিত সহযোগিতায় এর ব্যাপক প্রচার ও প্রসার ঘটানো সম্ভব।
সভায় সাংবাদিক, বীজ বিক্রেতা, ধান চাষী, ধান ব্যবসায়ী, চাল ব্যবসায়ী সহ রাইচ মিল মালিকগণ অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd