সিলেটে তাজুল-সোহানের খুনীদের ফাঁসি দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬

সিলেটে তাজুল-সোহানের খুনীদের ফাঁসি দাবীতে মানববন্ধন

DSC_0274 copy২৬ আগ্রস্ট ২০১৬, শুক্রবার:  সিলেট নগরীর খুলিয়াপাড়ার শেখ তাজুল ইসলাম ও তাঁর ছেলে কলেজছাত্র শেখ সোহান ইসলামের খুনীদের ফাঁসি দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার বাদ জুম’আ নগরীর শেখঘাট গরম দেওয়ান মাজারে সামনে এ মানববন্ধন করা হয়।
মানবববন্ধনে বক্তারা বলেন, ভূমিখেকো হাফিজ ও ফারুকের লালিত সন্ত্রাসী গুলজার বাহীনি একের পর এক একই পরিবারের পিতা-পুত্র সহ ৩ জনকে খুন করেছে। খুনী এ বাহীনির গডফাদার হাফিজ-ফারুক সহ সদস্যদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বক্তারা তাজুল ও তার পুত্র সোহানের খুনীদের ফাঁসি দাবী করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. ইউনুস সেলু, জাবেদ খাঁন, সেলিম, তানভীর, রাফি, মাছুম, সুজন, আতিক, ছাব্বির, রাসেল, সুজন, বাতন, মো. গিয়াস উদ্দিন, মো. জামাল উদ্দিন, ছবর, মিনহাজ, আবির, আবিদ, আজার, গেদা মিয়া, আছাদ, রুকন, জিহান, মিন্টু, ইমন, ইশতিয়াক, সাইফুল, পিপন, রাজু, মহাফুজ, ওয়াসিম, মনু, জসিম, আলমগীর, জুবায়ের, হাকিম, মো. রোমান, মামুন, জালাল মিয়া, আবুজান, সাহিন, হারুন আহমদ, হেনা বেগম, আতিক, রেদওয়ান, মরিয়ম, রাশেদা বেগম, রুমি, জেসমিন, হাসনা, সুমাইয়া, মুর্শিদা, রোকিয়া, মিলন, আছমা বেগম, রসিদা বেগম, ফাতেমা বেগম, নুরজাহান বেগম, নাদিয়া বেগম, সকিনা বেগম, সাদিয়া বেগম, সাহেদ আহমদ, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, শামীম আহমেদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল