১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৬
শ্রাবণের শুরুতে টানা বৃষ্টি থাকলেও মধ্য শ্রাবণে শুরু হয়েছে তীব্র দাবদাহ। অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা রাস্তায় বের হওয়া মানুষের। দুর্বিষহ হয়ে পড়েছে জীবনযাত্রা।
সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন নিম্ন আয়ের মানুষ।
আবহাওয়া বিভাগ সূত্র জানা যায় সিলেটে শনিবার থেকে মঙ্গলবার প্রতিদিনই তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সোমবার সবচেয়ে বেশি ৩৫.৫ ও মঙ্গলবার তাপমাত্রা দাঁড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
লম্বা দিন ও তীব্র গরমে মানিয়ে নিতে কোমল পানীয়, বিভিন্ন ধরনের জুসের উপর নির্ভর করছেন মানুষ, বেড়ে গেছে এসব পণের বিক্রিও । মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে দেখা যায় বেশিরভাগ রিকশা চালক গাছের ছায়ায় বসে বিশ্রাম করছেন। অনেক যাত্রী বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে চাইলেও তারা অপারগতা জানাচ্ছেন।
রিকশা চালক শামসুল মিয়া বলেন, “ভাই আগে জান বাঁচাই পরে আয় করব।”
সিলেট আবহাওয়া কর্মকর্তা আবু সাঈদ প্রতিবেদককে বলেন, “দিনের বেলা বৃষ্টি না হওয়ায় গরমের তীব্রতা বেড়েছে।” তিনি বলেন আরও দুই তিনদিন গরম থাকতে পারে পরে বৃষ্টি হলে কমে যাবে গরমের প্রভাব।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D