সিলেটে নিরুত্তাপ হরতাল

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, মে ৮, ২০১৬

সিলেটে নিরুত্তাপ হরতাল

hortar jamatমানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে রোববার দেশব্যাপী ২৪ ঘন্টার হরতাল চলছে। তবে এ হরতালের কোনো আমেজ দেখা যায়নি নগরীতে।

রোববার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত হরতাল চলাকালে নগরীর কোথায়ও কোন বিশৃঙ্খলা কিংবা মিছিল পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

রোববার সকাল থেকেই নগরীতে স্বাভাবিক দিনের মত চলাচল করতে দেখা গেছে সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল অন্যদিকে নগরীর বিপণি বিতানগুলো বন্ধ থাকতে দেখা গেছে। তবে বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস চলাচল। নিরুত্তাপ ভাবেই এ হরতাল চলছে।

এদিকে সিলেটের সাথে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক । তিনি জানান, সিলেট থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন।

এদিকে, হরতালে যে কোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। হরতালে দিনের শুরু থেকে নাশকতা প্রতিরোধে নগরীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, হরতালে নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিক তা প্রতিরোধে প্রস্তুত রয়েছে পুলিশ, রোববার দুপুর একটা পর্যন্ত নগরীর কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের কর্মসূচি ঘোষণা করেন। তবে হরতালে আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল