সিলেটে পত্রিকা এজেন্টের বাড়িতে আগুন : ৪ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

সিলেটে পত্রিকা এজেন্টের বাড়িতে আগুন : ৪ লাখ টাকার ক্ষতি

Syl Pic 01-09-16 (8)০১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার: সিলেটে রাতের আঁধারে পত্রিকা এজেন্টের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এতে গ্যারেজে থাকা দুটি মোটর বাইকসহ প্রায় ৪লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টায় দিয়ে এই ঘটনা ঘটে। নগরীর রাজবাড়ী ১৫২ মিতালী বাড়িতে এ ঘটনা ঘটে। দূর্বৃত্তরা বাসার নিচে থাকা গ্যারেজে আগুন দিলে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পত্রিকা এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলমগীর ও তার ভাই হাফিজ উল্লাহ বাড়ির ভেতরে ছিলেন। বাড়ির ভিতর আটকা পড়া দুই ভাই চিৎকার করতে থাকলে মসজিদে থাকা মুসল্লীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনও ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে একটি পালসার সিলেট ল-১১ ৫৪৫৫ ও একটি সিডিআই সিলেট এ-৮০২১ মোটর বাইকসহ পুড়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক হাফিজ উল্লাহ জানান। এর আগেও অজ্ঞাত দূর্বৃত্তরা বাড়ির বারান্দা থেকে একটি মোটর সাইকেল চুরি করে নিয়েছিল।
প্রাচীন সংবাদপত্র এজেন্ট ও আলম ইসমাইল হোসেন। কোতায়োলি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল