সিলেটে পানির দাবীতে বিক্ষুদ্ধ জনতার পাম্পে তালা

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৬

সিলেটে পানির দাবীতে বিক্ষুদ্ধ জনতার পাম্পে তালা

007সিলেট সিটি কর্পোরেশনের লাক্কুরতুলা, শাহী ঈদগাহ, কাজিটুলা উসা সড়ক, শাহ মির মাজামস টিভি গেইট, বালুচর নোয়াপাড়ায় বিগত কয়েক দিন যাবত পানি না পেয়ে বিক্ষুব্ধ জনতা তালা দিয়েছে। মুকুল মিয়া, হিরা মিয়া, মহবুব মিয়ার নেতৃত্বে দুপুর ১২.৩০ মিনিটের দিকে সিসিকের পানির পাম্প গুলোতে তালা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন।
সিটি কর্পোরেশনের পানির পাম্পে তালা দেওয়ার ব্যাপারে সিসিকের পানি বিভাগের প্রকৌশলী আলী আকবর জানান, প্রচন্ড বৃষ্টি ও ঝড়ের কারণে বিদ্যুৎ সমস্য দেখা দিচ্ছে আর সে কারণে নগরীতে পানি সংকটে পড়েছেন নগর বাসী। তবে বিক্ষোভ করে সিসিকের পাম্পে তালা দেওয়া সঠিক নয়। এলাকাবাসী কোন সমস্য থাকলে স্থানীয় কাউন্সিলর কে অবগত করবেন। তালা দিয়ে এলাকাবাসী সঠিক কাজ করেন নি এই বিষয়ে প্রধান প্রকৌশলী কে জানানো হয়েছে পরবর্তী পদক্ষেপ আলাপ আলোচনার ভিত্তিতে নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল