সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬
দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সিলেটে পুলিশ সদস্যদের সঙ্গে সুধীজনদের সমাবেশ অনুষ্টিত হয়েছে। সিলেটের বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ র্যালি করে এ সমাবেশে অংশ নেন। শনিবার সকাল ১১ টায় নগরীর রিকাবিবাজার মোহাম্মাদ আলী জিমনেসিয়ামে সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তারা যে কোন মূল্যে জঙ্গিবাদ প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, জঙ্গিবাদের মূলোৎপাটনে সরকার আন্তরিক। এখন জনগনের সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা দেশের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করবে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসানের সভপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আমিনুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মুর্শেদ চৌধুরী, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, দক্ষিণ সুরমা উপজলা চেয়ারম্যান আবু জাহিদ। এছাড়া বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ এ সমাবেশে অংশ নেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd