সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ সাজ রব

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ সাজ রব

নিজস্ব প্রতিবেদক::  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ২৩ নভেম্বর সিলেট সফরে আসছেন। তার এ সফর ঘিরে সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সাজ সাজ রব বিরাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে নবগঠিত সদর দপ্তর ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতেই সিলেট আসছেন।

গত প্রায় ১০ মাসের মধ্যে সিলেটে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর হবে। চলতি বছরের ২১ জানুয়ারি সিলেট সফর করেছিলেন প্রধানমন্ত্রী। সেদিনও মহানগরীর আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রেখেছিলেন।

প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে সিলেটে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা বিরাজ করছে। উজ্জীবিত নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করতে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। সিলেট মহানগরী ছাড়িয়ে জেলার প্রতি উপজেলায়ও প্রধানমন্ত্রীর সমাবেশের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে।

এদিকে দলীয় সভানেত্রীর সফরকে ঘিরে সিলেটে বর্ধিত সভা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। শুক্রবার অনুষ্ঠিত সে বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও আহমদ হোসেন বক্তব্য রাখেন। তারা প্রধানমন্ত্রীর  নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোও বর্ধিত সভা করছে।

প্রধানমন্ত্রীর ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আসন্ন সফরে সিলেট আওয়ামী লীগ আরো গতিশীল ও শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা। এ ছাড়া সিলেটের উন্নয়ন আরো তরান্বিত হওয়ার আশা করছেন তারা।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর সফরকে ঘিরে সিলেটে নেতা-কর্মীরা দারুণভাবে উজ্জীবিত। সবার মধ্যে অন্যরকম এক আবহ বিরাজ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল