সিলেট ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬
সিলেট নগরের ফুটপাতগুলোতে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে অবৈধ দখলদার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
গতকাল বুধবার বেলা পৌনে তিনটায় নগরের কোর্টপয়েন্ট এলাকা থেকে শুরু হওয়া এ অভিযানে দেড় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই আবার ফুটপাত হকারদের দখলে চলে যায়।
উচ্ছেদ অভিযান চলে প্রায় আধা ঘণ্টা। নগরের কোর্টপয়েন্ট থেকে চৌহাট্টা এলাকার প্রায় এক কিলোমিটার ফুটপাতজুড়ে অবৈধভাবে দখলে থাকা দেড় শতাধিক হকারকে উচ্ছেদ করা হয়। তবে অভিযান শেষ হওয়ার কিছুক্ষণ পর বিকেল চারটার দিকে পুনরায় এসব হকারকে ফুটপাতে পসরা সাজিয়ে বসতে দেখা যায়।
গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এ সময় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুজ্জামান, চন্দন দাশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকারীরা জানান, অভিযানের আগে টানা তিন দিন সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের গুরুত্বপূর্ণ বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা এলাকা থেকে ফুটপাতের দখলদারদের সরে যেতে নির্দেশনা জারি করে মাইকিং করা হয়েছে।
অভিযানে সিটি করপোরেশনের একটি বুলডোজার, নয়টি ট্রাক, একটি ট্রাক্টরসহ পরিচ্ছন্নতা শাখার ৫০ জন কর্মী অংশ নেন। এ সময় এসব পরিচ্ছন্নতাকর্মী রাস্তার ওপর হকারদের গড়ে তোলা অবৈধ স্থাপনা, চৌকি ও ব্যানার-ফেস্টুন অপসারণ করেন। এ সময় দুই ট্রাক জব্দ করা মালামাল করপোরেশনের কর্মীরা নিয়ে যান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd