সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬
০১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার: সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম আলী (৪৫) নামে এক চালক নিহত ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের যুগীরগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশি হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিকে থেকে আসা অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হন।
আহতদের মধ্যে ১৪ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান চালক ইব্রাহিম আলী। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, বাস দুটির সংঘর্ষের ঘটনায় বাস চালক হাসপাতালে মারা গেছেন। ঘটনার পর জনতা সড়ক অবরোধ করে । পরে তাদের বুঝিয়ে বেলা সাড়ে ১১টার দিকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd