সিলেটে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

সিলেটে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক::  জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে সিলেটবাসী।

শহীদ বুদ্ধিজীবী দিবসের (১৪ ডিসেম্বর) সকাল থেকে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা জানান।

দিনের শুরুতে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট এবং সেক্টরস কমান্ডার্স ফোরাম সিলেট বিভাগ। এরপর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, নর্থ ইস্ট ইউনির্ভাসিটি, বাসদ, ছাত্র ইউনিয়ন, উদীচী, খেলাঘর, সুরমা বয়েজ ক্লাব, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় সমিতি, জেলা ও মহানগর ছাত্রদল, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যুব কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও মৌন মিছিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল