৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁওয়ে আগামী ২৯ ডিসেম্বর তাবলীগ জামাতের উদ্যোগে বিশ্ব ইজতেমার ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রায় ৫ লাখ মানুষের জন্য প্যান্ডেল তৈরীর কাজ শুরু হয়েছে। তেলিবাজার-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে খিদিরপুর গ্রামের পশ্চিমে হাজরাই গ্রামের দক্ষিণে, লতিপুর গ্রামের বিশাল মাঠ নিয়ে এ প্যান্ডেলের কাজ গত কয়েকদিন ধরে শুরু হয়েছে। বিশ^ ইজতেমার অংশ হিসেবে সিলেট জেলার সব ক’টি উপজেলার তাবলীগ জামাতের লোকজন প্যান্ডেল তৈরীর কাজ করছেন। ওযু এবং গোসলের জন্য হাউস তৈরী করা সহ অস্থায়ী টয়লেট নির্মাণ, পানির জন্য কয়েকটি গভীর নলকুপ স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে পৃথক টান্সফরমার স্থাপন করা হবে।
প্রথমবারের মতো এবার তাবলীগ জামাতের উদ্যোগে মোল্লারগাঁওয়ে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর তিনদিন ব্যাপী এ ইজতেমা অনুষ্ঠিত হবে। টঙ্গির তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের উদ্যোগে প্রতি বছর বিশ^ ইজতেমা অনুষ্ঠিত হয়। এবার দেশের বিভিন্ন জেলায় জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইজতেমা। তারই ধারাবাহিকতায় সিলেট জেলার মোল্লারগাঁওয়ের বাইপাস সড়কের পশ্চিমের মাঠে তিনদিনব্যাপী বিশ^ ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় দেশ বিদেশের প্রখ্যাত আলেম মূল্যবান বয়ান পেশ করবেন বলে জানা গেছে। ইজতেমায় আগত সকলকে দ্বীন ও দুনিয়া সম্পর্কে শিক্ষা দেয়া হবে।
জানা যায়, ৩৬ বছর পূর্বে টেকনিক্যাল মাঠে ইজতেমার আয়োজন করা হয়েছিল। দীর্ঘ ৩৬ বছর পর আবারো মোল্লারগাঁওয়ে ইজতেমার আয়োজন করায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
এ ব্যাপারে তাবলীগ জামাতের আমীর হাজী ইব্রাহীমের সাথে যোগাযোগ করা হলে জানান, ইজতেমার জন্য সকল প্রস্ততি নেয়া হয়েছে। ইনশাআল্লাহ তিনদিন ব্যাপী এ ইজতেমায় সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D