১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬
২৪ অক্টোবর ২০১৬ সোমবার: সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটস্থ ডি নোভা ফার্মেসীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা পীযুষ কান্তি দে সহ ১০ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন ফার্মেসীর অন্যতম স্বত্তাধিকারী সাইদুল হক চৌধুরী। আদালত মামলাটি এজাহার হিসেবে আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে নির্দেশ দেন। এদিকে ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় আটক ছাত্রদল নেতা প্রিন্স আহমদ খানের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, কতিপয় ছাত্রলীগ নেতার দাবীকৃত চাঁদা না দেয়ায় গত বুধবার নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকায় অবস্থিত ছাত্রদল নেতা কাউসার আহমদ সুমনের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সাবেক ছাত্রলীগ নেতা পীযুষ কান্তির নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপ। এ সময় সন্ত্রাসীরা ফার্মেসীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের পিটিয়ে আহত করে। এই ঘটনায় ফার্মেসী কর্তৃপক্ষের পক্ষ থেকে কোতয়ালী মডেল থানায় মামলা করতে গেলে পুুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে। উল্টো হামলাকারী ছাত্রলীগ নেতা সজল দাস অনিকের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলায় ছাত্রদল নেতা প্রিন্স আহমদ খানকে আটক করা হয়। রোববার পুলিশ আদালতে প্রিন্সের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন। শুনানী শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
এদিকে, কোতোয়ালী মডেল থানা ফার্মেসী কর্তৃপক্ষের মামলা গ্রহন না করায় আদালতে মামলা দায়ের করেন ফার্মেসীর অন্যতম স্বত্বাধিকারী সাইদুল হক চৌধুরী। সাবেক ছাত্রলীগ নেতা পীযুষ কান্তি দে (৩৮), ছাত্রলীগ নেতা সজল দাস অনিক (২৩) ও ময়নুল ইসলাম (২৪) সহ ১০ নেতার নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়।
আদালতে বাদী পক্ষে মামলা দুটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট জোহরা জেসমিন, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট খালেদ জুবায়ের, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট মামুুন আহমদ রিপন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী ও এডভোকেট মুমিনুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D