সিলেটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ৪, ২০১৬

সিলেটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

21070সিলেটের বিয়ানীবাজার-সিলেট সড়কের চারখাই কনকলস নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ণ্ত্রণ হারিয়ে  খাদে পড়ে যায়।

আজ বুধবার বিকাল৪ টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট, গোলাপগঞ্জ ও স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়লেখা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ব, ১১-০৪৮৪) সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই কনকলস এলাকায় দুর্ঘটনায় পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে (ব্রেক ফেল) খাদে পড়ে গেলে বাসের প্রায় ২৫ জন যাত্রীদের সবাই আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতাল, গোলাপঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চারখাই উপস্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল