সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার ও সুনামগঞ্জে র্যাবের পৃথক অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
জানা যায়, শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল রাজনগর থানার কামালপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামি সৈকত আকবর হীরা মিয়া (২০)-কে গ্রেফতার করে। তিনি গোলপগঞ্জ থানার হেতিমগঞ্জ মোল্লারগ্রামের বাদশা মিয়ার ছেলে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।
তাছাড়া, বিশ্বম্ভরপুর থানার বাদেরটেক এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত সেলিম মিয়া(৩৪) নামের ওই ব্যক্তির কাছে থেকে ৬৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৪১৭০০সহ আটক।
র্যাব জানায়, শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার বাদেরটেক এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে একটি যৌথ অভিযান পরিচালনাকরে মাদককারবারি মো. সেলিম মিয়াকে (৩৪) আটক করে। এসময় তার ঘর থেকে ৬৪০ পিস ইয়াবা, ১১ টি মোবাইল ও ৮টি সিম এবং মাদক বিক্রির ১ লাখ ৪১ হাজার৭০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সেলিম মিয়া বিশ্বম্ভরপুর থানার বাদেরটেক মনিপুরহাটি গ্রামের মো. আবু তাহেরের ছেলে। পরে গ্রেফতারকৃত সেলিম মিয়াকে উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবে মিডিয়া অফিসার ওবাইন স্মাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd