২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক
টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে সিলেটে শ্রমিকদের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন শ্রমিকের আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শ্রমিকদের একটি পক্ষ জানায়, লকডাউনে পরিবহন বন্ধ রয়েছে। এ অবস্থায় পরিবহন শ্রমিকরা বেকার এবং দুর্বিসহ জীবনযাপন করছেন। কিন্তু সরকার থেকে সাহায্য না দেওয়া হলেও পরিবহন শ্রমিক ইউনিয়নের তহবিলে অন্তত ৩ কোটি টাকা রয়েছে। সেই টাকা থেকে শ্রমিকদের আপদকালীন সময়ে সাহায্য দেওয়ার দাবিতে তারা মানববন্ধন শেষে সভা করেন। কিন্তু বিভাগীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের আরেকটি গ্রুপ হামলা করে। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সিলেটের দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D