১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৬
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সবকটি মসজিদে শুক্রবার (১৫ জুলাই) ‘অশান্তি, জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ বিষয়ে নির্ধারিত বিশেষ খুৎবা পড়ার বিষয়ে অনুরোধপত্র প্রচার করে ইসলামিক ফাউন্ডেশন। তবে বেশিরভাগ মসজিদই এ অনুরোধ মানেনি, বরং প্রচলিত নিয়মেই খুৎবা পড়েছেন ইমামরা।
সিলেটের সবচেয়ে বড় জুমা’র নামাজ অনুষ্ঠিত হয় দরগাহ-ই-হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে। শুক্রবার দরগাহ মসজিদে জুম্মার নামাজের আগে ওয়াজে সামাজিক অশান্তি, জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণের কথা বলা হলেও ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত খুৎবা পড়েন নি ইমাম।
নামাজ শেষে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশজদ আহমদ বলেন, “ইসলামিক ফাউন্ডেশন থেকে যে খুৎবার অনুরোধ করা হয়েছে, তার কপি পাইনি। তবে আমি ওয়াজ ও খুৎবায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী বিষয়ে উপস্থিত মুসল্লিদের বলেছি।”
এদিকে নগরীর বেশিরভাগ মসজিদের ইমাম নির্ধারিত খুৎবা পাঠ করলেও ওয়াজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে কোন আলোচনা করেননি, ফলে সাধারণ মানুষ বিষয়টি অনুধাবন করতে পারেননি বলে অভিযোগ সচেতন নগরবাসীর।
নগরীর কাজলশাহ জামে মসজিদে জুমা’র নামাজ পড়েছেন সৈয়দ রাসেল। তিনি বলেন, “মসজিদের ইমাম উপস্থিত সবাইকে পারিবারিক ও সামাজিক অশান্তি থেকে দূরে থেকে মিলেমিশে থাকার অনুরোধ করেছেন। তবে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ বিষয়ে সরাসরি কোন বক্তব্য দেননি। এছাড়া খুৎবাতে আরবিতে কি বলেছেন তা সাধারণ মুসল্লিদের তো বোঝার কথাও নয়।”
এ বিষয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক ফরিদ উদ্দিন আহমদ বলেন, “গতকাল (বৃহস্পতিবার) নগরীতে ইমামদেরকে নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ই দরগা মসজিদসহ নগরীর প্রায় সব ইমামকে খুৎবার কপি প্রদান করা হয়েছে। সিলেট বিভাগের সবকটি মসজিদে এ খুতবার কপি প্রেরণ করা সম্ভব হয়নি। তবে পত্রিকা ও অন্যান্য মাধ্যমে এ খুৎবাটি প্রচার করা হয়েছে।”
তিনি বলেন, “ইমামরা যদি খুৎবা না পড়েও এ বিষয়ে আলোচনা করেন, তাহলেও ইসলামিক ফাউন্ডেশনের উদ্দেশ্য সফল হবে।”
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D