সিলেটে সরস্বতী পূজার শোভাযাত্রা রাত সাড়ে ৮টায়, মাইক না বাজানোর অনুরোধ

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭

সিলেটে সরস্বতী পূজার শোভাযাত্রা রাত সাড়ে ৮টায়, মাইক না বাজানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক:: আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসি পরীক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে সরস্বতী পূজার প্রতিমা শোভাযাত্রায় মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে সিলেটের সরস্বতী পূজা পরিচালনা কমিটি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মদন মোহন কলেজ, সিলেটের শহীদ সোলেমান হলে সরস্বতী পূজার উপলক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুরোধ জানানো হয়।

মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সিলেটের কোর্ট পয়েন্ট থেকে একযোগে সরস্বতী পূজার শোভাযাত্রা শুরু হবে। সবাই যেন এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শোভাযাত্রা পালন করেন।

মদন মোহন কলেজের পূজা পরিচালনা কমিটির সভাপতি শংকর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী, মদন মোহন কলেজের অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অধ্যাপক অবিনাশ দে, পূজা পরিচালনা কমিটির সদস্য পান্না লাল রায় সহ সিলেটের শতাধিক পূজা মন্ডপের পূজারীবৃন্দ।

উল্লেখ্য, ১৯৬৩ সাল থেকে সিলেটে নিয়মিতভাবে আয়োজিত এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে মদন মোহন কলেজের নেতৃত্বে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল