সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৬
দেশব্যাপী চলমান জঙ্গিবিরোধী সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানে মঙ্গলবার রাতে সিলেট থেকে আরও ১৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৪ জন জামায়াত- শিবিরের নেতা রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সিলেট মহানগর ও রেঞ্জ পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট মহানগর পুলিশের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সিলেট মহানগর পুলিশের আওতাধীন ৬ থানা পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে এর মধ্যে কোতোয়ালী থানা এলাকা থেকে ৪ জন, জালালাবাদ থানায় ৪ জন, এয়ারপোর্ট থানায় ৫ জন, দক্ষিণ সুরমা থানায় ২, মোগলাবাজার থানায় ১জন এবং শাহপরান থানা এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সিলেট জেলা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৭ জন জামায়াত- শিবিরের নেতাকর্মী রয়েছেন।
এছাড়া সুনামগঞ্জ থেকে ২৮ জন, হবিগঞ্জ থেকে ৩১ জন ও মৌলভীবাজার থেকে ২৬ জন গ্রেফতার করেছে পুলিশ। মৌলভীবাজারে গ্রেফতারকতৃদের মধ্যে ৭ জন জামায়াত-শিবিরের কর্মী বলে জানা গেছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd