সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬
সিলেটে মামলার সাক্ষী হওয়ায় আসামীদের হামলার শিকার হয়েছেন সিলেট পৌরসভার সাবেক এক কমিশনার। বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর দরগাগেইট প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাবেক কমিশনার আব্দুল গফফার দিলিপ(৫৫) নগরীর দরগা গেইট চন্দনটুলার মরহুম আব্দুল জবারের পুত্র। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে,সিলেট এয়ারপোর্ট এলাকার পাটানগাঁওয়ের আবুল খাঁ সন্ত্রাসী হামলার শিকার হয়ে ২০১৪সালের ২৫জানুয়ারী মারা যান। এঘটনায় আবুল খার পুত্র বাচ্চু খাঁ ওইদিন সিলেট কোতোয়ালী থানায় একটি হত্যামামলা (নং-২৫(১)১৪) করেন। মামলায় কমিশনার আব্দুল গফফারের ভাই মাজেদ আহমদ মিটু ও চাচাত ভাই আব্দুস সামাদ নজরুলসহ কয়েকজনকে আসামী করা হয়। তদন্ত শেষে পুলিশ এ মামলায় ফাইনাল রিপোর্ট দাখিল করে। মামলায় কমিশনার আব্দুল গফফার দিলীপকে পুলিশ সাী করলেও আদালতে গিয়ে তিনি স্যা দেন নি। গতকাল বৃহস্পতিবার মামলার ফাইনাল রিপোর্ট আদালতে গৃহীত হলে আসামী মাজেদ ও আব্দুস সামাদ নজরুল মামলা থেকে অব্যাহতি পান। অব্যাহতি পেয়ে বাসায় ফিরেই তারা সাবেক কমিশনার আব্দুল গফফার দিলীপকে খোজতে থাকেন । একপর্যায়ে দরগা গেইট প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি দোকানে পেয়ে মাজেদ ও নজরুল রা সাবেক কমিশনার আব্দুল গফফার দিলিপের উপর হামলা চালায়। তারা তাকে একাকী পেয়ে বেদম মারপিট করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসাপাতালে ভর্তি করেন।্ খবর পেয়ে কোতয়ালী থানার শাহজালাল তদন্ত কেন্দ্রের এএসআই শামসূদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। উল্লেখ্য আব্দুল গফফার দিলিপ হার্ডের রোগী এবং তার সাথে মাজেদ ও নজরুলের জমিজমা নিয়ে তার বিরোধ রয়েছে। এর আগেও তারা আব্দুল গফফার দিলিপকে হত্যার জন্য একাধিকবার ধাওয়া করে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd